ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

প্রতিরক্ষা শক্তিশালী করতে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 

২০২৫ অক্টোবর ০৮ ১৬:৫১:৩০

প্রতিরক্ষা শক্তিশালী করতে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে যাচ্ছে। সরকার চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার সকাল ১০টায় প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানান। উপদেষ্টার পক্ষে তার ফেসবুক অ্যাডমিন পোস্টটি প্রকাশ করেন।

পোস্টে বলা হয়, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনীর সক্ষমতা উন্নত করার লক্ষ্যেই চীনের ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনা হচ্ছে। এই চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে করা হয়েছে। বিমান কেনার প্রক্রিয়া সরাসরি ক্রয় অথবা জিটুজি (G2G) চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে করা হতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত