ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকার নয়, শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০৮ ১৬:৩৪:০২

সরকার নয়, শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে মন্তব্য করেছেন, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে। শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রম খাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও জানান, চলমান সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এবং সম্পন্ন হলে শ্রম খাতে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি আশ্বাস দেন যে, শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং কোনো শ্রমিক বেতনবঞ্চিত হবে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত