ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
ফেসবুক রিলসে চমক নিয়ে আসছে এআই ফিচার

ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন রিলস আপডেট নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত অভিজ্ঞতা দেবে। মেটার নতুন আপডেটে রিলস ফিডে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” এবং বুদ্ধিমান এআই-চালিত সাজেশন সিস্টেম।
মেটার ঘোষণা অনুযায়ী, নতুন রিলস অ্যালগরিদমে প্রথমে নতুন এবং সাম্প্রতিক ভিডিওগুলো প্রদর্শিত হবে। এর ফলে ব্যবহারকারীরা স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন কনটেন্ট দেখতে পারবেন। পাশাপাশি এআই-নির্ভর রিকমেন্ডেশন টুল ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী ভিডিও সাজাবে।
মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কেউ এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বোঝে এবং একই ধরনের ভিডিও আরও বেশি দেখাবে। আর যদি কেউ এটি পছন্দ না করেন, অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরনের কনটেন্ট কম দেখাবে।”
নতুন ইন্টারফেসে সহজ ‘Not Interested’ বোতাম, ভিডিও সেভ এবং পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা কিউরেট করতে পারবেন, শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।
রিলস ফিডে এখন “এই মুহূর্তে কী ঘটছে” বিষয়টি অগ্রাধিকার পাবে। নতুন, সাম্প্রতিক এবং সময়োপযোগী কনটেন্টের ওপর ফোকাস থাকবে। ভিডিওর নিচে এআই-চালিত সার্চ সাজেশন যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীর আগ্রহ ও দেখা ভিডিও অনুসারে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে।
চাওলা আরও বলেন, “আমরা চাই ফেসবুক আবার মানুষের নেটওয়ার্ক হিসেবে কাজ করুক, যেখানে বন্ধুদের কার্যক্রম সহজেই চোখে পড়বে।” ফেসবুক নিশ্চিত করেছে, ওপেনএআইয়ের সোরা বা মিডজার্নি-এর মতো টুলে তৈরি ভিডিওগুলোকেও মানুষের তৈরি ভিডিওর মতো বিবেচনা করা হবে।
এআই সিস্টেম ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়াকেও গুরুত্ব দেয়, যাতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দ্রুত ফিল্টার করা যায়। মেটা স্পষ্ট করেছে, এই আপডেট কেবল ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর জন্য নয়, বরং মানুষের মধ্যে সামাজিক সংযোগ পুনরুদ্ধার করতেও সহায়ক হবে।
ফেসবুকের নতুন রিলস অভিজ্ঞতা প্ল্যাটফর্মটিকে আরও জীবন্ত, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীকেন্দ্রিক করে তুলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা