ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

ফেসবুক রিলসে চমক নিয়ে আসছে এআই ফিচার

২০২৫ অক্টোবর ০৮ ১১:৩৩:০৪

ফেসবুক রিলসে চমক নিয়ে আসছে এআই ফিচার

ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন রিলস আপডেট নিয়ে আসছে, যা ব্যবহারকারীদের আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত অভিজ্ঞতা দেবে। মেটার নতুন আপডেটে রিলস ফিডে যোগ হচ্ছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” এবং বুদ্ধিমান এআই-চালিত সাজেশন সিস্টেম।

মেটার ঘোষণা অনুযায়ী, নতুন রিলস অ্যালগরিদমে প্রথমে নতুন এবং সাম্প্রতিক ভিডিওগুলো প্রদর্শিত হবে। এর ফলে ব্যবহারকারীরা স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন কনটেন্ট দেখতে পারবেন। পাশাপাশি এআই-নির্ভর রিকমেন্ডেশন টুল ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী ভিডিও সাজাবে।

মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কেউ এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বোঝে এবং একই ধরনের ভিডিও আরও বেশি দেখাবে। আর যদি কেউ এটি পছন্দ না করেন, অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরনের কনটেন্ট কম দেখাবে।”

নতুন ইন্টারফেসে সহজ ‘Not Interested’ বোতাম, ভিডিও সেভ এবং পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা কিউরেট করতে পারবেন, শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।

রিলস ফিডে এখন “এই মুহূর্তে কী ঘটছে” বিষয়টি অগ্রাধিকার পাবে। নতুন, সাম্প্রতিক এবং সময়োপযোগী কনটেন্টের ওপর ফোকাস থাকবে। ভিডিওর নিচে এআই-চালিত সার্চ সাজেশন যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীর আগ্রহ ও দেখা ভিডিও অনুসারে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে।

চাওলা আরও বলেন, “আমরা চাই ফেসবুক আবার মানুষের নেটওয়ার্ক হিসেবে কাজ করুক, যেখানে বন্ধুদের কার্যক্রম সহজেই চোখে পড়বে।” ফেসবুক নিশ্চিত করেছে, ওপেনএআইয়ের সোরা বা মিডজার্নি-এর মতো টুলে তৈরি ভিডিওগুলোকেও মানুষের তৈরি ভিডিওর মতো বিবেচনা করা হবে।

এআই সিস্টেম ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়াকেও গুরুত্ব দেয়, যাতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দ্রুত ফিল্টার করা যায়। মেটা স্পষ্ট করেছে, এই আপডেট কেবল ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর জন্য নয়, বরং মানুষের মধ্যে সামাজিক সংযোগ পুনরুদ্ধার করতেও সহায়ক হবে।

ফেসবুকের নতুন রিলস অভিজ্ঞতা প্ল্যাটফর্মটিকে আরও জীবন্ত, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীকেন্দ্রিক করে তুলবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত