ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি কার্যক্রম শুরু

২০২৫ অক্টোবর ০৮ ১১:১১:১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করার সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে। গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রোগ্রামে দেশীয় চাহিদা, উন্নয়ন, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে থেকে নির্ধারিত পে-স্লিপ ডাউনলোড করে এমফিল প্রার্থীদের ১ হাজার ৫০০ টাকা এবং পিএইচডি প্রার্থীদের ২,০০০ টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। ফি পরিশোধের পর ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। যারা ইতোমধ্যে ফি পরিশোধ ও ফরম পূরণ সম্পন্ন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বর্ধিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ১৮ নভেম্বর, ফলাফল প্রকাশ ২৫ নভেম্বর, এবং ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে মেধাতালিকা, আর ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। এমফিল ও পিএইচডি প্রোগ্রামের কোর্সওয়ার্ক ও গবেষণা কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)। এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোবাইল নম্বরে একাডেমিক কমিটির চেয়ারম্যানদের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রাম পাঁচটি গ্রুপে পরিচালিত হচ্ছে আর্টস, সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স, ও বিজনেস স্টাডিজ।

আর্টস গ্রুপে: বাংলা, ইংরেজি, আরবি, পালি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এবং দর্শন।

সোশ্যাল সায়েন্সে: সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান।

ন্যাচারাল সায়েন্সে: পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স।

লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে: উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও গার্হস্থ্য অর্থনীতি।

বিজনেস স্টাডিজে: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং,

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি প্রক্রিয়ায় দেশের সামাজিক চাহিদা, সাংস্কৃতিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং শিক্ষা-সামাজিক চ্যালেঞ্জ সম্পর্কিত গবেষণাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে।

এমফিল প্রোগ্রামের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৭৫ থাকতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় আলাদাভাবে অন্তত ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকতে হবে। তিন বছর মেয়াদি পাস ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৭৫ প্রয়োজন। বাংলা ও ইংরেজি বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা সিজিপিএ ২.৫০ থাকলেই আবেদন করা যাবে।

পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি অনুমোদিত অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিধারীদের সিজিপিএ ন্যূনতম ৩.০০ এবং অন্তত একটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষকরা যদি তিনটি প্রথম বিভাগ (বা সিজিপিএ ৩.০০), অন্তত তিন বছরের শিক্ষকতা অভিজ্ঞতা এবং একটি স্বীকৃত গবেষণাপত্র প্রকাশ করে থাকেন, তাহলে তারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ