ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

শিক্ষকরা রাষ্ট্র গড়ার হাতিয়ার: তারেক রহমান

২০২৫ অক্টোবর ০৭ ১৯:৩৬:৩৫

শিক্ষকরা রাষ্ট্র গড়ার হাতিয়ার: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষক সমাজকে ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে আখ্যায়িত করে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন।

তিনি মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এই মহাসমাবেশের আয়োজন করে।

তারেক রহমান বলেন, শিক্ষকদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। অতীতের ভালো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং খারাপ দৃষ্টান্ত বর্জন করাই আমাদের আগামী দিনের অঙ্গীকার হওয়া উচিত।

তিনি আরও বলেন, জ্ঞানে-বিজ্ঞানে বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে আমাদের মেধা, মনন ও জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষকরা অন্যতম হাতিয়ার। কিন্তু এই হাতিয়ার যদি দুর্বল হয়, রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো সম্ভব নয়।

চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবে এবং শিক্ষকরা যাতে সম্মানিত ও আর্থিকভাবে নিরাপদ থাকতে পারেন তা নিশ্চিত করা হবে।

তারেক রহমান বলেন, শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে রোল মডেল হিসেবে উপস্থিত থাকতে পারেন, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাপনা প্রণয়নে বিএনপি বাস্তবমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ভিত্তি শক্ত করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব।

তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে পুঁথিনির্ভর না রেখে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষকতার পেশাকে সম্মানজনক এবং প্রতিযোগিতামূলক করে তোলার জন্য আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন।

তারেক রহমান আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষক সমাজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত। এতে শিক্ষার্থীরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শিক্ষকের মর্যাদা দেখবে এবং তাদের মনোজগতে ইতিবাচক প্রভাব পড়বে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত