ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল 

২০২৫ অক্টোবর ০৭ ১৮:৫৩:৪৯

নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে: ফখরুল 

নিজস্ব প্রতিবেদক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার একটি ‘গভীর ষড়যন্ত্র’ চলছে। তাই দেশের শিক্ষক সমাজকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আপনাদের আমি বলতে চাই, আসন্ন নির্বাচনে আপনাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি স্থানে আপনারা দায়িত্ব পালন করবেন। আজকে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার। কেউ যেন সেটিকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি ছয় দল। তবে এই সনদ বাস্তবায়নের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপিসহ কয়েকটি দল নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে, অপরদিকে জামায়াত ও আরও কয়েকটি দল নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি জানাচ্ছে। বিএনপির অভিযোগ, এই পরিস্থিতিতে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে।

মির্জা ফখরুল বলেন, “আমাদের লক্ষ্য একটাই—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সেই সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আমাদের পথ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ।”

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এই সমাবেশে বিএনপির ৩১ দফা কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি তুলে ধরা হয়।

শিক্ষকদের উদ্দেশে ফখরুল বলেন, “আমাদের জাতি হিসেবে আপনাদের কাছে একটা দাবি আছে—আপনারা ছাত্রছাত্রীদের এমনভাবে গড়ে তুলবেন যেন তারা আদর্শ নাগরিক হয়ে নৈতিকতার মধ্যে থাকতে পারে। আমরা সবাই মিলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই।”

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া।

এসময় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার এবং সংগঠনের মহাসচিব মুগিজউদ্দিন চৌধুরী।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আফরোজা বেগম রীতাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত