ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

আবরার হত্যা নীতিহীন রাজনীতির এক ভয়াবহ দৃষ্টান্ত: চরমোনাই পীর

২০২৫ অক্টোবর ০৭ ১৮:৩৩:৩২

আবরার হত্যা নীতিহীন রাজনীতির এক ভয়াবহ দৃষ্টান্ত: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের নির্যাতনে প্রাণ হারানো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু আমাদের ভয়ংকর রাজনীতির এক কালো অধ্যায় বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। একই সঙ্গে দেশে রাজনীতির নামে যে নীতিহীন স্বার্থবাদের প্যারাডাইম তৈরি হয়েছিল তারও একটি উদাহরণ বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ অক্টোবর) আবরারের মৃত্যুবার্ষিকীতে এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের ঘাতক ঘটনা পুনরায় না ঘটানোর জন্য বিদ্যমান রাজনৈতিক পদ্ধতি বদলাতে হবে। নতুন প্রজন্মের জন্য সুষ্ঠু, ন্যায়নিষ্ঠ এবং ইতিবাচক রাজনীতি গড়ে তোলা আবশ্যক।

পীর সাহেব আবরারের জন্য জান্নাতের মর্যাদা কামনা করেন এবং তার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, আবরারের রক্তের দায় শোধ করার জন্য দেশে বাংলাদেশপন্থী ইতিবাচক রাজনীতি ও সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

তিনি ঘটনার বহুমুখী প্রভাবের কথাও উল্লেখ করেন। আবরারকে হত্যা করা ব্যক্তিরা বুয়েটের শিক্ষার্থী হলেও তাদের হত্যাকাণ্ডের দায় প্রাচীন রাজনৈতিক বন্দোবস্ত এবং আওয়ামী লীগের উপর বর্তায়। এই অশুভ রাজনীতি হাজারো মেধাবী যুবককে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং খুনিতে পরিণত করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে কঠোর পদক্ষেপের আওতায় আনা উচিত, বলেন পীর সাহেব।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সুযোগ আর দেওয়া যাবে না। আজকের দিনে দেশের নাগরিকরা এই সংকল্পকে সমর্থন করবে—এটাই আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত