ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
শাপলা ছাড়া গ্রহণযোগ্য নয় কোনো প্রতীক: এনসিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়, যেখানে দলটি সাতটি নমুনা প্রতীক ইসির কাছে প্রেরণ করেছে।
এনসিপি তাদের চিঠিতে উল্লেখ করেছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ রয়েছে। এ কারণে কমিশনের দেওয়া তালিকার অন্য কোনো প্রতীক তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।
ঘটনার ক্রম ও এনসিপির অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ইসি ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা, বিধি ৯(১) অনুযায়ী নতুন করে প্রতীক তালিকাভুক্তি প্রক্রিয়া শুরু করে। এনসিপি দাবি করেছে, চূড়ান্ত খসড়া প্রস্তুতের সময় ‘শাপলা’ প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং ৪ জুনের বৈঠকে কমিশন একথা নিশ্চিত করেছিল।
এর আগে ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন করে এবং শাপলা প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরবর্তীতে ৩ আগস্ট দলটি ১. শাপলা, ২. সাদা শাপলা, ৩. লাল শাপলা ক্রমে প্রতীক চয়নের চিঠি পাঠায়। কিন্তু ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের দরখাস্তের বিষয়ে ইসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এনসিপি অভিযোগ করেছে, ৩০ সেপ্টেম্বর কমিশনের পাঠানো চিঠি বিধিসম্মত নয়।
এনসিপি চিঠিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ সারাদেশের ১০১ জন বিজ্ঞ আইনজীবী শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে আইনি বাধা নেই বলে মত দিয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও শাপলা প্রতীক এনসিপিকে দেওয়ার বিষয়ে কোনো আইনি জটিলতা দেখছেন না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানও এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার পক্ষে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন।
এনসিপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছে এবং শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে দলটিকে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে। দলটি মনে করে, এ ধরনের আচরণ স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।
চূড়ান্তভাবে, এনসিপি আশা করছে, নির্বাচন কমিশন ২০০৮ সালের বিধি ৯(১) অনুযায়ী তাদের অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, অথবা ৩. লাল শাপলা যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো