ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

শাপলা ছাড়া গ্রহণযোগ্য নয় কোনো প্রতীক: এনসিপি

২০২৫ অক্টোবর ০৭ ১৬:৪১:৩৯

শাপলা ছাড়া গ্রহণযোগ্য নয় কোনো প্রতীক: এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের কাছে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়, যেখানে দলটি সাতটি নমুনা প্রতীক ইসির কাছে প্রেরণ করেছে।

এনসিপি তাদের চিঠিতে উল্লেখ করেছে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ রয়েছে। এ কারণে কমিশনের দেওয়া তালিকার অন্য কোনো প্রতীক তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়।

ঘটনার ক্রম ও এনসিপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ইসি ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালা, বিধি ৯(১) অনুযায়ী নতুন করে প্রতীক তালিকাভুক্তি প্রক্রিয়া শুরু করে। এনসিপি দাবি করেছে, চূড়ান্ত খসড়া প্রস্তুতের সময় ‘শাপলা’ প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং ৪ জুনের বৈঠকে কমিশন একথা নিশ্চিত করেছিল।

এর আগে ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন করে এবং শাপলা প্রতীক সংরক্ষণের জন্য আবেদন জানায়। পরবর্তীতে ৩ আগস্ট দলটি ১. শাপলা, ২. সাদা শাপলা, ৩. লাল শাপলা ক্রমে প্রতীক চয়নের চিঠি পাঠায়। কিন্তু ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বরের দরখাস্তের বিষয়ে ইসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এনসিপি অভিযোগ করেছে, ৩০ সেপ্টেম্বর কমিশনের পাঠানো চিঠি বিধিসম্মত নয়।

এনসিপি চিঠিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ সারাদেশের ১০১ জন বিজ্ঞ আইনজীবী শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে আইনি বাধা নেই বলে মত দিয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও শাপলা প্রতীক এনসিপিকে দেওয়ার বিষয়ে কোনো আইনি জটিলতা দেখছেন না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানও এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার পক্ষে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছেন।

এনসিপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে নিবন্ধন প্রক্রিয়ায় বিলম্ব ঘটাচ্ছে এবং শাপলা প্রতীক বরাদ্দ না দিয়ে দলটিকে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে। দলটি মনে করে, এ ধরনের আচরণ স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে।

চূড়ান্তভাবে, এনসিপি আশা করছে, নির্বাচন কমিশন ২০০৮ সালের বিধি ৯(১) অনুযায়ী তাদের অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, অথবা ৩. লাল শাপলা যে কোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত