ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

আজ নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

২০২৫ অক্টোবর ০৭ ০৮:৪২:৩২

আজ নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ সংলাপে অংশীজনদের পরামর্শ বাস্তবায়নের পথনির্দেশনা খুঁজবে সংস্থাটি।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনাসহ নির্বাচন সংক্রান্ত অভিজ্ঞ ব্যক্তিরা অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া একই দিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বৈঠক করবে ইসি। এতে প্রায় ৪০ জন নারী নেতৃত্বের প্রতিনিধির মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে অংশীজন সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয়। ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। পরবর্তী সময়ে রাজনৈতিক দল ও জুলাই যোদ্ধাদের সঙ্গেও সংলাপ করার পরিকল্পনা রয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত