ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
‘দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে’
নিজস্ব প্রতিবেদক: নারীর ক্ষমতায়ন কেবল স্লোগান নয়, এটি কার্যকর করতে হলে দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের আরও বেশি সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর এক হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হরাইজন ফেস্ট, সেলিব্রেটিং ওমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, যাদের বেশিরভাগই তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। এজন্য প্রয়োজন লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
তিনি আরও বলেন, বিদেশে নারীদের কর্মসংস্থানের জন্য যোগাযোগ ও কৌশলগত দক্ষতা বাড়াতে সরকারি-বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়, যোগ করেন তিনি।
ড. সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং তাদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা এখন সময়ের দাবি। নীতি নির্ধারণের জায়গাগুলোতে নারীদের সম্পৃক্ত করা হলে দেশের উন্নয়ন আরও টেকসই হবে।
নারীদের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের প্রায় ৭০ শতাংশ নারী পোশাক শিল্পের সঙ্গে যুক্ত। তারা জাতীয় অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। তবু সমাজের বিভিন্ন স্তরে তাদের কাজের যথাযথ মূল্যায়ন হচ্ছে না, যা হতাশাজনক।
তিনি আরও জানান, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি দক্ষ জনশক্তি সৃষ্টিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমাদের দেশে প্রায় ৬ কোটি কর্মক্ষম মানুষ রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন, বলেন উপদেষ্টা।
অনুষ্ঠান শেষে উপদেষ্টা নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: ১ম ওয়ানডে,খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে