ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

২০২৫ অক্টোবর ০৬ ১৮:১৮:০০

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে যান।

আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক নজরুল ইসলামের খোঁজখবর নেন উপাচার্য।

উপাচার্য অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রুটিন দায়িত্বে থাকা সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলী এবং ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ অক্টোবর) অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত