ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
ঢাকায় পৌঁছেছেন হামজা, প্রস্তুতি শুরু বিকেলেই

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে আলোচিত তারকা হামজা দেওয়ান চৌধুরী আজ ঢাকায় পৌঁছেছেন। লন্ডন থেকে দীর্ঘ যাত্রা শেষে সকাল ১১:০৫ মিনিটে সিলেট হয়ে রাজধানীতে পৌঁছান ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে গিয়ে তিনি কিছুটা বিশ্রাম নেন। বিকেলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
হামজার আগমনে প্রাণ ফিরে পেয়েছে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি ক্যাম্পে। আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের এই ম্যাচকে সামনে রেখে দলের প্রস্তুতি জোরদার করা হয়েছে।
স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা প্রাথমিকভাবে ৩০ জন খেলোয়াড়কে ক্যাম্পে ডেকেছিলেন। তবে ইনজুরির কারণে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম ও ফরোয়ার্ড সুমন রেজা ছিটকে গেছেন। ফলে এখন ক্যাম্পে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন। এছাড়া দলের গুরুত্বপূর্ণ তিন সদস্য ডিফেন্ডার তপু বর্মন, তারিক কাজী ও ফরোয়ার্ড আল-আমিন হালকা চোটের কারণে অনুশীলনে সীমিত রয়েছেন। মেডিকেল টিম জানিয়েছে, তাদের চোট গুরুতর নয়।
প্রবাসী তারকা শমিত সোম, যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন, আগামীকাল (৭ অক্টোবর) রাত ৮:০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন। এর ফলে মাত্র একটি অনুশীলনের সুযোগ পেয়ে ৯ অক্টোবরের ম্যাচে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশ বাছাইপর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে চাপে পড়ে। এরপর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বর্তমানে তালিকার তিন নম্বরে রয়েছে লাল-সবুজ দল। দুই ম্যাচে সমান ১ পয়েন্ট পেলেও গোল না পাওয়ায় ভারতের অবস্থান তার চেয়ে নিচে। অন্যদিকে, হংকং ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সিঙ্গাপুর ৪ পয়েন্ট ও ভালো গোল ব্যবধানে শীর্ষে রয়েছে।
হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশ এশিয়ান কাপের স্বপ্ন বাঁচাতে পারবে না। ম্যাচে হার বা ড্র হলে এশিয়ান কাপের আশা কার্যত শেষ হয়ে যাবে।
এই ম্যাচে চতুর্থবার জাতীয় দলে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে শিলংয়ে ২৫ মার্চ তার অভিষেক হয়েছিল। এর মধ্যে তিনি একটি গোল করেছেন এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি। জাতীয় দলে তার প্রভাব নিয়ে কোচ ও সমর্থকদের মধ্যে যথেষ্ট আশাবাদ দেখা যাচ্ছে।
পরবর্তী খেলায়, হংকংয়ের বিপক্ষে ঢাকার ম্যাচ শেষে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর, হংকংয়ের মাটিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা