ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে নতুন অধ্যাদেশ জারি

২০২৫ অক্টোবর ০৬ ০২:১৮:০৫

নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে নতুন অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক: ভোটে দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মকারীদের কঠোর শাস্তির বিধান এবং নির্বাচন সংক্রান্ত মতবিরোধে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রাধান্য দিতে দুটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় 'নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এবং 'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' শীর্ষক এই দুটি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা, যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও অন্তর্ভুক্ত, যদি দায়িত্ব পালনে অবহেলা বা ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এর শাস্তি হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, পদাবনতি অথবা ২ বছরের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা যাবে। যদি সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয়, তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই প্রাধান্য পাবে। অসদাচরণের জন্য কমিশন কোনো কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করলে, নিয়োগকারী কর্তৃপক্ষকে এক মাসের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। এই বিধান লঙ্ঘন করলে ১ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। কমিশনের আদেশ অমান্য করলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য 'নির্বাচন কমিশন সার্ভিস' নামে একটি আলাদা সার্ভিস রাখার বিধান করে 'নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয়েছে। এর ফলে ইসি কর্মকর্তারা পদোন্নতি পেয়ে সচিব হওয়ার সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশগুলোর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছিল এবং রাষ্ট্রপতির সইয়ের পর তা অধ্যাদেশ আকারে জারি হলো। ২০২২ সালের অক্টোবরে গাইবান্ধা-৫ উপনির্বাচনের পর ভোটে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারার প্রেক্ষাপটে এই আইন সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথ প্রশস্ত হলো।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত