ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
সাইফের টর্নেডো ইনিংসে ৬ উইকেটে আফগান হোয়াইটওয়াশ
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নিয়ে তাদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই দারুণ জয়ে টাইগাররা ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের বোলারদের অসাধারণ পারফরম্যান্স এবং ব্যাট হাতে সাইফ হাসানের ঝড়ো ফিফটি জয়ের মূল চাবিকাঠি ছিল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। শুরুতেই রহমানউল্লাহ গুরবাজ (১২) এবং ইবরাহিম জাদরান (৭) দ্রুত সাজঘরে ফেরেন। শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ তাদের উইকেট দুটি তুলে নেন। মোহাম্মদ সাইফউদ্দিন ওয়াফিউল্লাহ তারাখিলকে (০) আউট করেন। সেদিকউল্লাহ আতাল ২৩ বলে ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৭৩ রানে বিদায় নেন। তানজিম হাসান সাকিব ১৫তম ওভারে টানা দুই বলে রশিদ খান ও আব্দুল্লাহ আহমেদজাইকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও তা পাননি। শেষদিকে, দারউইশ রাসুলি ২৯ বলে ৩২ এবং মুজিব উর রহমান ১৮ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে আফগানিস্তানকে ১৪৩ রানের পুঁজি এনে দেন।
বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন একাই ৩টি উইকেট শিকার করেন। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন ১টি করে উইকেট পান।
১৪৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা দেখেশুনে হয়। পারভেজ হোসেন ইমন (১৪) বিদায় নেওয়ার পর তানজিদ হাসান ইমন (৩৩ বলে ৩৩) ও সাইফ হাসান জুটি বাঁধেন। এরপর সাইফ হাসান আগ্রাসী ব্যাটিং শুরু করেন এবং আফগান বোলারদের ওপর চড়াও হন। তার মারমুখী ব্যাটিংয়ে দ্রুত রান উঠতে থাকে। তানজিদ বিদায় নেওয়ার পর অধিনায়ক জাকের আলী অনিক (১০) ও শামীম হোসেন পাটোয়ারী (০) দ্রুত আউট হন।
তবে সাইফ হাসান ও নুরুল হাসান সোহান (৯ বলে ১০*) জুটি বেঁধে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাইফ হাসান ৩৮ বলে ৬৪ রানের একটি টর্নেডো ফিফটি হাঁকিয়ে অপরাজিত থাকেন এবং ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত করেন।
আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ২টি এবং আব্দুল্লাহ আহমেদজাই ও আজমতউল্লাহ ওমরজাই ১টি করে উইকেট নেন। সাইফ হাসান তার দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড