ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

ডিসি-ইউএনও পদের নাম বদলসহ বড় পরিবর্তন আসছে জনপ্রশাসনে

২০২৫ অক্টোবর ০৫ ২১:৫২:২৩

ডিসি-ইউএনও পদের নাম বদলসহ বড় পরিবর্তন আসছে জনপ্রশাসনে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় একটি বড় পরিবর্তন আসছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করা হচ্ছে এবং জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় গত জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগকে সংস্কার কমিশনের ১০টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এসব সুপারিশ বাস্তবায়িত হলে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামোয় আমূল পরিবর্তন আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সুপারিশগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ডিসির পদবি পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনও’র পদবি পরিবর্তন করে ‘উপজেলা কমিশনার’ করার পদক্ষেপ নিতে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিকে (নিকার) নির্দেশনা দেওয়া হয়েছে।

সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, সব সার্ভিস থেকে অধিকতর মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের নিয়ে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদগুলোর জন্য সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করা হবে। অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন যেকোনো সার্ভিসের সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এসইএস-এর উপসচিব পদের জন্য আবেদন করতে পারবেন। পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা পরিচালনা করবে। এতে মেধার প্রাধান্য নিশ্চিত হওয়ার পাশাপাশি আন্তঃসার্ভিস অসমতা দূর হবে বলে মনে করছে সংস্কার কমিশন।

বর্তমানে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পদে থাকা কর্মকর্তারা এসইএস গঠনের পর স্বয়ংক্রিয়ভাবে এতে অন্তর্ভুক্ত হবেন। সচিব, মুখ্যসচিব ও মন্ত্রিপরিষদসচিবও এসইএস-এর সদস্য হবেন। এসইএস গঠন হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার বা উপজেলা কমিশনার, জেলা কমিশনার (বর্তমানে জেলা প্রশাসক), অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনার পদে পদায়িত হবেন। ‘অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’ পদবি পরিবর্তন করে ‘অতিরিক্ত জেলা কমিশনার (ভূমি ব্যবস্থাপনা)’ করারও প্রস্তাব করা হয়েছে। এই সংস্কারগুলো একটি দক্ষ, জনমুখী, শিক্ষার্থীবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে গৃহীত হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত