ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

“বিএনপি ক্ষমতায় এলে কোরআন বিরোধী আইন হবে না।”

২০২৫ অক্টোবর ০৫ ২০:৫৭:০০

“বিএনপি ক্ষমতায় এলে কোরআন বিরোধী আইন হবে না।”

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার ক্ষমতায় এলে কোনো কোরআন-সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন হবে না এমন আশ্বাস দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধ, রীতি-নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং অন্য ধর্মের মানুষের স্বাধীনতাকেও সম্মান করে।

রোববার (৫ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ধারা ইউনিয়নের আলেম-ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিকে সর্বদা সম্মান করে।

তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ধর্মীয় মূল্যবোধের উপস্থাপন করেছিলেন এবং বিএনপি তা পুনঃস্থাপনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে, তিনি কয়েকটি দলের ধর্মের নামে কোটা রাজনীতি করার চেষ্টা সমালোচনা করেন এবং বলেন, বিএনপি ও দেশের ধর্মপ্রাণ জনগণ তা কখনো গ্রহণ করবে না।

এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপি সরকারে থাকাকালে মসজিদ ও মাদরাসার উন্নয়নে কাজ করা হয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। হালুয়াঘাটে প্রায় সব মসজিদ ও মাদরাসায় সরকারি অনুদান প্রয়োগের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকারে এ বিষয়ে আরও শক্তিশালী উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ-১ আসন থেকে ধানের শীষ বিজয়ী হলে ইমাম ও মুয়াজ্জিনদের চাকরি বিধি প্রণয়ন, সম্মানজনক বেতন প্রদানের পাশাপাশি মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং অন্যান্য সমস্যার সমাধানে সংসদে আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত