ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
“রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে”
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতারা শিক্ষাব্যবস্থার অবহেলা এবং ছাত্ররাজনীতির নেতিবাচক প্রভাব নিয়ে সরাসরি সমালোচনা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিগত সরকারের সময়ে শিক্ষাখাতে উন্নয়ন কার্যত হয়নি; শুধু বড় বড় প্রকল্পের গল্প প্রচার করা হয়েছে, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার ব্যবস্থা করা হয়নি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি হয়েছে।
রোববার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজন করা অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উৎসাহ প্রদান করা।
রিজভী বলেন, “যদি শিক্ষাব্যবস্থায় সঠিক প্রশিক্ষণ এবং কাঠামো থাকত, শিক্ষকেরা শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে পারত, বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রেও। কিন্তু বাস্তবে প্রশিক্ষণের সুযোগ হয়নি, শুধু লোক দেখানো কাজ হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “বিগত সরকার মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারের মতো প্রকল্পের কথা বলেছে, কিন্তু বিদ্যালয় ও শিক্ষাগত অবকাঠামোর দিকে নজর দেয়নি। এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করা যায়নি এবং ছাত্র রাজনীতির নামে মাস্তান ও গুন্ডা তৈরি হয়েছে।”
রিজভী আরও বলেন, “আমরা কঠিন সময় পার করেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে—যারা রেসিং কার তৈরি করেছে, তাদের সৃজনশীলতা বাস্তবায়িত হলে দেশ সমৃদ্ধশালী হবে।”
অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে আইইউটির রেসিং কার প্রকল্পে শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, এবং পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত