ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট চায় জামায়াত

২০২৫ অক্টোবর ০৫ ১৬:০৭:৪৩

নির্বাচনের আগে জুলাই সনদে গণভোট চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘জুলাই সনদ’কে সাংবিধানিক স্বীকৃতি ও স্থায়িত্ব দিতে গণভোট আয়োজনের প্রস্তাব জানিয়েছে। দলটির মতে, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এই গণভোট করা সম্ভব, যা সনদের আইনি ভিত্তি আরও সুদৃঢ় করবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, “জুলাই সনদকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হলে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ উদ্যোগ নেওয়া সম্ভব বলে আমরা মনে করি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত