ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত: শামসুজ্জামান দুদু

২০২৫ অক্টোবর ০৫ ১৫:৫২:৪৫

চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে দেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসেবে দেখেছে, সেই ভারতের কোলে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মতো এত বড় নির্মম ও নির্দয় চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত।

রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে নাগরিক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে দেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও উত্থাপন করা হয়।

দুদু বলেন, বর্তমানে শেখ হাসিনা পলাতক অবস্থায় আছেন এবং এমন দেশে আশ্রয় নিয়েছেন, যে দেশ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে এবং সীমান্ত সিল করে রেখেছে। ফলে সাধারণ মানুষ পার্শ্ববর্তী দেশে যেতে পারছে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণহত্যাকারী ও তাদের সহযোগীদের রুখতে হবে এবং জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে বাধা দেওয়ার চেষ্টা যারা করবে, তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু। দুঃসাহসিক ও অনির্বাচিত সরকার কখনো জনগণের দায়িত্ববোধ পালনে নির্বাচিত সরকারের সমতুল্য হতে পারবে না।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার শুধুমাত্র নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার কর্মকাণ্ডের কারণে তিনি নিজেকে জাতির ও বিশ্ববাসীর কাছে গণদুশমন ও গণবিরোধী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে এত বড় ফ্যাসিবাদী, গণহত্যাকারী ও লুটপাটকারী শাসন আগে দেখা যায়নি।

তিনি সমাবেশে আরও বলেন, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, স্বাধীনতাকে রক্ষা করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে আসতে হবে। তারা গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই নেতৃত্বের প্রতি আমাদের সমর্থনের হাত বাড়িয়ে দিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক সংসদ সদস্য শামীম কায়ছার লিংকন, চালক দলের সভাপতি জসিম উদ্দীন কবির, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনসহ অনেকে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত