ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

কোরআন অবমাননা, লংমার্চের হুঁশিয়ারি হেফাজতের

২০২৫ অক্টোবর ০৫ ১৫:০৭:১০

কোরআন অবমাননা, লংমার্চের হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক: নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বলেছেন, যদি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দ্রুত ও ন্যায্য বিচার নিশ্চিত না করা হয়, তবে ঢাকা অভিমুখে লংমার্চ করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (৫ অক্টোবর) সংগঠনের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তারা বলেন, অপূর্বর করা কোরআন অবমাননার দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে গভীর আঘাত করেছে। তারা উল্লেখ করেন, ওই শিক্ষার্থী নিজে তার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি ছড়িয়েছেন—যা থেকে বোঝা যায় এটি সজ্ঞানে করা একটি কাজ।

হেফাজত নেতারা আরও বলেন, ভাইরাল ভিডিওতে অপূর্বর অঙ্গভঙ্গি ও কথাবার্তা দেখে এটি কোনো মানসিক আপত্তিজনক ঘটনার মতো নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত বলে তাদের ধারণা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ঘটনার পেছনে দেশি-বিদেশি কোনো এজেন্সি বা ষড়যন্ত্রের সহিত সম্পৃক্ততা থাকলে সরকার তা উদঘাটন করবে।

সংগঠনটি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা দলকেও আলোচনায় টেনে এনে বলেছেন, এর আগে এক শিক্ষককে ক্লাসে হাদিস উল্লেখ করার কারণে চাকুরিচ্যুত করা হয়েছিল; এখন অপূর্বর ঘটনারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে হবে। হেফাজত নেতারা অভিযোগ করেন, অতীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে ন্যায়বিচারের আশায় তারা ধৈর্য ধরেছেন, কিন্তু তত্পরতা সত্ত্বেও পর্যাপ্ত বিচার হয়নি—এ কারণে পুনরায় প্রতারণার শিকার হতে তারা রাজি নন।

হেফাজত নেতারা আরও বলেন, ধর্ম অবমাননা রোধ করতে হলে সর্বোচ্চ শাস্তির আইন করার কোনো বিকল্প নেই। সরকার কোরআন অবমাননাকারী দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে আমরা দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লংমার্চের ডাক দিতে বাধ্য হবো।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত