ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

অনেক উপদেষ্টা অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: নাহিদ ইসলাম

২০২৫ অক্টোবর ০৫ ১৩:৪৮:০০

অনেক উপদেষ্টা অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

তিনি অভিযোগ করে বলেনে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং নিজেদের “সেফ এক্সিট” নিশ্চিত করার চিন্তায় ব্যস্ত রয়েছেন। অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে নিয়েছেন কিংবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই আমরা ভুলভাবে বিশ্বাস করেছি। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করে সরকারে সম্মিলিতভাবে নেওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু সেই বিশ্বাস আমাদের প্রতারিত করেছে।

তিনি আরও বলেন, অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে নিয়েছেন কিংবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। “যখন সময় আসবে, আমরা এদের নামও উন্মুক্ত করব, বলেন সাবেক এই উপদেষ্টা।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করছেন। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটি সত্য যে, কিছু রাজনৈতিক দল নানা বাধা দিয়েছে।

ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাসে সরকার উৎখাত বা প্রতিবিপ্লব করার নানা চেষ্টা চলছিল। এখনো মাঝে মাঝে সেই ষড়যন্ত্র দেখা যায়।

নাহিদ আরও মন্তব্য করেন, যদি সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা হতো, তাহলে আক্ষেপ হতো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় সরকার গঠন করলে ছাত্রদের ওপর এই দায়িত্ব আসত না। কিন্তু ঐতিহাসিক ও সময়োপযোগী কারণে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত