ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
অনেক উপদেষ্টা অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
তিনি অভিযোগ করে বলেনে, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং নিজেদের “সেফ এক্সিট” নিশ্চিত করার চিন্তায় ব্যস্ত রয়েছেন। অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে নিয়েছেন কিংবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককেই আমরা ভুলভাবে বিশ্বাস করেছি। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করে সরকারে সম্মিলিতভাবে নেওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু সেই বিশ্বাস আমাদের প্রতারিত করেছে।
তিনি আরও বলেন, অনেক উপদেষ্টা নিজের আখের গুছিয়ে নিয়েছেন কিংবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। “যখন সময় আসবে, আমরা এদের নামও উন্মুক্ত করব, বলেন সাবেক এই উপদেষ্টা।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, অনেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করছেন। তারা মনে করছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। এটি সত্য যে, কিছু রাজনৈতিক দল নানা বাধা দিয়েছে।
ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাসে সরকার উৎখাত বা প্রতিবিপ্লব করার নানা চেষ্টা চলছিল। এখনো মাঝে মাঝে সেই ষড়যন্ত্র দেখা যায়।
নাহিদ আরও মন্তব্য করেন, যদি সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা হতো, তাহলে আক্ষেপ হতো না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় সরকার গঠন করলে ছাত্রদের ওপর এই দায়িত্ব আসত না। কিন্তু ঐতিহাসিক ও সময়োপযোগী কারণে সেই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প