ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

নতুন জোটে এক হচ্ছেন বাম নেতারা

২০২৫ অক্টোবর ০৪ ২২:২৭:৩০

নতুন জোটে এক হচ্ছেন বাম নেতারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বামপন্থি রাজনৈতিক দলগুলো একটি নতুন ও বৃহত্তর নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো নির্বাচনে একটি শক্তিশালী বিকল্প শক্তি তৈরি করা এবং সরকারবিরোধী আন্দোলনকে আরও সুসংহত ও কার্যকর করা। ইতোমধ্যে বাম ঘরানার বিদ্যমান জোটগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টাসহ প্রগতিশীল ও গণতান্ত্রিক দলগুলোকেও এই উদ্যোগে সম্পৃক্ত করার প্রচেষ্টা চলছে।

চলমান আলোচনার অংশ হিসেবে বামপন্থি দল ও জোটের নেতারা নিয়মিত বৈঠক ও মতবিনিময় করছেন। অক্টোবর মাসের মধ্যেই নতুন একটি জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনী প্রস্তুতি ও জোট গঠনের তৎপরতা জোরদার হয়েছে।

বাম রাজনৈতিক শক্তিগুলো এই নির্বাচনে আরও সংগঠিতভাবে অংশ নেওয়ার লক্ষ্যে নতুন জোট গঠনের চিন্তাভাবনা করছে। শুধু বিদ্যমান জোট নয়, বরং একাধিক বাম ও প্রগতিশীল জোটকে একত্র করে একটি বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে গণতান্ত্রিক এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকেও অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে।

এই প্রক্রিয়ায় বাম গণতান্ত্রিক জোট মূল ভূমিকা পালন করছে, যার প্রধান অংশীদার সিপিবি ও বাসদ। এছাড়া বাংলাদেশ জাসদ, গণফোরাম, ঐক্য ন্যাপ এবং ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সঙ্গে একত্রে বৃহত্তর জোট গঠনের জন্য আলোচনা চলছে। এসব দলগুলোর নেতাদের মধ্যে একাধিকবার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

এ ছাড়া, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ‘গণতন্ত্র মঞ্চ’কে নতুন বামপন্থি জোটে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। তবে তারা চূড়ান্তভাবে কোন অবস্থান নেবে, তা এখনো পরিষ্কার নয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ জানান, আগামী নির্বাচনে অংশ নেওয়ার কৌশল ও বৃহত্তর জোট গঠনের বিষয়ে আলোচনার জন্য ৫ অক্টোবর জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে নির্বাচনী রূপরেখা, আন্দোলনের কৌশল এবং রাজনৈতিক করণীয় নিয়ে গাইডলাইন নির্ধারণ করা হবে।

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, নির্বাচন সামনে রেখে একটি বাম-প্রগতিশীল বৃহত্তর নির্বাচনী জোট গঠনের উদ্যোগ অনেকটাই এগিয়ে গেছে। তিনি জানান, সিপিবি-বাসদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গণফোরাম, ঐক্য ন্যাপসহ অন্যান্য দলগুলোর সঙ্গেও যোগাযোগ চলছে। অক্টোবরের মধ্যেই নতুন জোট গঠন হতে পারে।

গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাম, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলোকে নিয়ে একটি কার্যকর জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তবে তারা এখনও বিএনপির সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছেন। ফলে দুই জোটের মধ্যে ভারসাম্য রেখে তারা ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করবেন।

সবমিলিয়ে, বামপন্থি দলগুলো নির্বাচনকে ঘিরে একটি নতুন, বৃহত্তর রাজনৈতিক বলয় তৈরি করতে চায়, যা শুধু নির্বাচনী লড়াই নয়, বরং ভবিষ্যতের ইস্যুভিত্তিক আন্দোলনেও কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত