ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
শিল্প-সংস্কৃতির ন্যায্যতা নিয়ে ফারুকীর স্পষ্ট কৈফিয়ত

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শিল্পী ও সাহিত্যিকদের জীবদ্দশায় সম্মান জানানো না হলেও মৃত্যুর পর অনুষ্ঠানের আয়োজন নিয়ে কৈফিয়ত দিয়েছেন। শনিবার বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, শিল্পীদের মৃত্যু পরবর্তী উদযাপন নিয়ে প্রশ্ন স্বাভাবিক, বিশেষ করে আহমদ রফিকের প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, আহমদ রফিক জীবিত থাকা অবস্থায় তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের সম্মান প্রদর্শনের পরিকল্পনা চলমান ছিল।
উপদেষ্টা আরও জানিয়েছেন, বাংলাদেশি কিংবদন্তিদের জীবন ও কর্ম উদযাপনের বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি প্রথমে স্থানীয় পর্যায়ে শুরু হবে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরেও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানের কিউরেশন বিশেষভাবে মনোযোগ দিয়ে করা হবে যাতে সেগুলো বোরিং বা অপ্রাসঙ্গিক সরকারি অনুষ্ঠান না হয়। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, সলিমুল্লাহ খান ও ব্রাত্য রাইসুর উদযাপন একই প্রোগ্রামে করা যাবে না। ইতিমধ্যেই সাবিনা ইয়াসমিনকে নিয়ে আয়োজন সম্পন্ন হয়েছে এবং অক্টোবরের ৮ তারিখে উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় ধ্রুপদী সন্ধ্যার আয়োজন হবে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, যারা এখনও জীবিত আছেন এবং যারা চলে গেছেন, তাদের সবাইকে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন শাখার জন্য সম্মান জানানো হবে। তিনি জানিয়েছেন, আহমদ রফিককে বেঁচে থাকার সময় সম্মান জানাতে চাওয়া হলেও তার শারীরিক অবস্থার কারণে সম্ভব হয়নি। তিনি এই সময় সরকারী দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে এবং এ বিষয়টি প্রচার করা হয়নি, কারণ সেটি তাদের কাছে অসম্মানজনক মনে হতো।
তিনি আরও জানান, বর্তমান সরকার অল্প দিনের, সবকিছু বদলানো সম্ভব নয়, তবে সর্বোচ্চ চেষ্টা চলছে। শিল্পকলা একাডেমিতে নতুন বিভাগ, গান ও নাচের স্কুল, আন্তর্জাতিক ফিল্ম, থিয়েটার ও মিউজিক ফেস্টিভাল, বিয়েনাল রিভাইটালাইজেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ সময়সাপেক্ষ, তবে কাজ শুরু হয়ে গেছে এবং পরবর্তী সরকার এগিয়ে নেবে।
উপদেষ্টা বলেন, নিজের ছবি না বানানোর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু নেই। তার লক্ষ্য হলো শিল্পী ও সাহিত্যিকদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের কাজ এবং জীবনকে উদযাপন করা, যাতে সংস্কৃতির মায়েস্ত্রোরা যথাযথ স্বীকৃতি পান।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা