ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

৫০ বছরের বন্ধনে চীন-বাংলাদেশের নতুন বার্তা

২০২৫ অক্টোবর ০৪ ১৫:৫৫:৩২

৫০ বছরের বন্ধনে চীন-বাংলাদেশের নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শনিবার (৪ অক্টোবর) ঐতিহাসিক এই মাইলফলকে চীনের প্রেসিডেন্টশি জিন পিংএবং বাংলাদেশের রাষ্ট্রপতিমোহাম্মদ সাহাবুদ্দিনপরস্পরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। একইসঙ্গে চীনের প্রধানমন্ত্রীলি কিয়াংএবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাঅধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর মধ্যেও বার্তা বিনিময় হয়।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, বার্তায় প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, যাদের সম্পর্কের ইতিহাস বহু পুরনো। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত পাঁচ দশকে দুই দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রেক্ষাপটের নানা পরিবর্তনের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে। তিনি আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ সম্পর্ক এখন উইন-উইন সহযোগিতার একটি মডেল হয়ে উঠেছে।

শি জিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও দৃঢ় হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বহু খাতে যৌথ সহযোগিতা ও প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার বার্তায় বলেন, গত ৫০ বছরে চীন-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে একটি গভীর বন্ধুত্বে রূপ নিয়েছে। তিনি চীনের দীর্ঘমেয়াদি সহায়তার প্রশংসা করেন এবং বলেন, এ সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণে বাস্তব সুফল এনে দিয়েছে। একই সঙ্গে তিনি চীনের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও ফলপ্রসূ হবে।

একই দিনে চীনের প্রধানমন্ত্রীলি কিয়াংএবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস-ও শুভেচ্ছা বিনিময় করেন।ড. ইউনূস বলেন, ৫০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়েছে এবং সহযোগিতার ফলে ইতিবাচক অর্জন এসেছে, যা উদযাপনের মতো। তিনি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার বার্তায় বলেন, চীন-বাংলাদেশ সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং ৫০তম বার্ষিকীকে কাজে লাগিয়ে যৌথভাবে বেল্ট অ্যান্ড রোডসহ অন্যান্য খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। তিনি উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত