ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
পে-স্কেল কার্যকর হবে কখন থেকে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে আর দেরি করতে চাইছে না অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। এ জন্য রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা না করে অন্তর্বর্তীকালীন সরকারই গেজেট আকারে নতুন কাঠামো বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (অর্থ মন্ত্রণালয়ে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিসেম্বর থেকে বাজেট সংশোধন প্রক্রিয়া শুরু হলে এর সঙ্গে নতুন পে-স্কেলের অর্থ বরাদ্দ অন্তর্ভুক্ত করা হবে। এর আগে গত ২৪ জুলাই সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণে একটি পে কমিশন গঠন করা হয়, যার চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
কমিশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে সরকারকে সুপারিশ জমা দেওয়া হবে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হতে পারে। চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সুবিধাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব আসবে, যাতে তরুণদের আগ্রহ বাড়ে এবং মেধাবীদের আকৃষ্ট করা যায়।
কমিশন আরও জানিয়েছে, এবারও সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে পদোন্নতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ করা হতে পারে। জাতীয় কাঠামোর বাইরে থাকা বিদ্যুৎ কোম্পানি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বেতন কাঠামোকেও জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব আসবে।
বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। সশস্ত্র বাহিনী, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মিলিয়ে এ সংখ্যা প্রায় ২৪ লাখ। তাদের জন্যই নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আর ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE