ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

পে-স্কেল কার্যকর হবে কখন থেকে? যা জানা গেল

২০২৫ অক্টোবর ০৪ ১৪:৫৭:১২

পে-স্কেল কার্যকর হবে কখন থেকে? যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো নিয়ে আর দেরি করতে চাইছে না অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে। এ জন্য রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা না করে অন্তর্বর্তীকালীন সরকারই গেজেট আকারে নতুন কাঠামো বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (অর্থ মন্ত্রণালয়ে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিসেম্বর থেকে বাজেট সংশোধন প্রক্রিয়া শুরু হলে এর সঙ্গে নতুন পে-স্কেলের অর্থ বরাদ্দ অন্তর্ভুক্ত করা হবে। এর আগে গত ২৪ জুলাই সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণে একটি পে কমিশন গঠন করা হয়, যার চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

কমিশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে সরকারকে সুপারিশ জমা দেওয়া হবে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হতে পারে। চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সুবিধাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব আসবে, যাতে তরুণদের আগ্রহ বাড়ে এবং মেধাবীদের আকৃষ্ট করা যায়।

কমিশন আরও জানিয়েছে, এবারও সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে পদোন্নতি প্রক্রিয়া সহজ করার সুপারিশ করা হতে পারে। জাতীয় কাঠামোর বাইরে থাকা বিদ্যুৎ কোম্পানি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বেতন কাঠামোকেও জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব আসবে।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। সশস্ত্র বাহিনী, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মিলিয়ে এ সংখ্যা প্রায় ২৪ লাখ। তাদের জন্যই নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আর ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত