ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

গাইবান্ধায় অ্যানথ্রাক্স আতঙ্ক: আক্রান্ত ১১

২০২৫ অক্টোবর ০৪ ১৩:৩০:১৫

গাইবান্ধায় অ্যানথ্রাক্স আতঙ্ক: আক্রান্ত ১১

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এক রোগাক্রান্ত গরু জবাইয়ের পর মাংস কাটাকাটিতে অংশ নেওয়া অন্তত ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ধরা পড়েছে। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য হাফিজার রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর গ্রামের মন্টু মেম্বারের ভাই মাহবুর রহমানের একটি অসুস্থ গরু জবাই করা হয়। পরে স্থানীয়রা মাংস কাটাকাটিতে অংশ নেন। চার দিন পর আক্রান্তদের শরীরে ফোসকা ও ক্ষত তৈরি হয়, বিশেষ করে হাত, নাক, মুখ ও চোখে।

আক্রান্তদের মধ্যে মো. মোজা মিয়া, মোজাফফর মিয়া, মো. শফিকুল ইসলাম ও মাহবুর রহমান গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিবাকর বসাক জানান, অ্যানথ্রাক্সে আক্রান্ত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইবান্ধা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মোজাম্মেল হক বলেন, এলাকায় অ্যানথ্রাক্সে ইতিমধ্যে কয়েকটি গরু মারা গেছে। রোগের বিস্তার ঠেকাতে টিকা কার্যক্রম শুরু হয়েছে, এবং বর্তমানে ১৩ হাজার টিকা মজুত রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পাশ্ববর্তী পীরগাছা উপজেলায় আগে থেকেই অ্যানথ্রাক্সের প্রকোপ ছিল। সেখান থেকে এখন সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বামনডাঙ্গা, সর্বানন্দ, তারাপুর, বেলকা ও পৌরসভা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত