ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে: ডা. শফিকুর রহমান

২০২৫ অক্টোবর ০৪ ১২:৩৩:৪৮

জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতার বহু বছর পরও আমরা এখনও একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখানো অত্যন্ত জরুরি।

শনিবার (৪ অক্টোবর) সকালে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সমাজের নেতৃত্বে আল্লাহভীরু মানুষ থাকলে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, একজন শিক্ষিত ব্যক্তি জাতির জন্য যে ক্ষতি করতে পারে, তা অনেক মানুষের সমন্বয়ে করা সম্ভব নয়। স্বাধীনতার বহু বছর পরও আমরা এখনও একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। এ ক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখানো অত্যন্ত জরুরি। নিজের জ্ঞানকে কোরআন ও হাদিসের আলোকে জাতির কল্যাণে কাজে লাগানো উচিত।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত