ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

জবি শিক্ষার্থীর মৃ’ত্যু: হাসপাতালে গেলেন ডাকসু ভিপি

২০২৫ অক্টোবর ০৪ ০১:৩১:৫২

জবি শিক্ষার্থীর মৃ’ত্যু: হাসপাতালে গেলেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুতে শোক জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে গেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি মরদেহ দেখতে হাসপাতালে পৌঁছান।

এর আগে রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে ছিলেন হাসিবুর। হঠাৎ খিঁচুনি ওঠে এবং পরে বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ হাসিবুর বুকে ব্যথা অনুভব করে। দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়। শুক্রবার রাত ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত