ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

 নেতানিয়াহু ও ইসরায়েল নিকৃষ্ট জাতি : রফিকুল ইসলাম            

২০২৫ অক্টোবর ০৩ ১৯:২৩:২৮








 নেতানিয়াহু ও ইসরায়েল নিকৃষ্ট জাতি : রফিকুল ইসলাম




 
 



 



 
 



 

নিজস্ব প্রতিবেদক :বায়তুল মোকাররমের জুমার নামাজের পর বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গাজায় ত্রানবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরায়েলের অভিযানের প্রতিবাদে বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নেতানিয়াহু ইহুদি জাতিকে নিকৃষ্ট জাতি হিসেবে প্রমাণ করেছেন এবং কোনো সভ্য রাষ্ট্রই খাবার ও চিকিৎসা নিরোধ করতে পারে না; ইসরায়েলের এই আচরণ কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, তাদের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। তিনি আটক থাকা মানবাধিকারকর্মীদের মর্যাদাসম্পন্ন মুক্তি ও জাহাজে থাকা খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজার মানুষের মাঝে বিতরণ করার দাবি জানান।

রফিকুল আরও বলেন, ইসরায়েল মুসলিমদের রক্তের ওপর হোদিখেলা চালাচ্ছে, কিন্তু মুসলিমরা কখনই পরাজিত হবে না; ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে। তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করে কড়াকড়ি শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মহানগরীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে শক্ত পদক্ষেপ না নেয় তাহলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কঠিন হবে; তিনি ওআইসিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রয়োজন হলে মুসলিম রাষ্ট্রগুলোর একটি পৃথক জোট গঠনের সুপারিশও উত্থাপন করেন।

সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও অন্যান্য বক্তারা জাতিসংঘকে তৎপরতা জানানোর পাশাপাশি যদি আন্তর্জাতিক মহল কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে জামায়াতে ইসলামী গাজার উদ্দেশ্যে লংমার্চ করার হুঁশিয়ারিও দেন। বক্তারা যুক্ত করে বলেন, যারা মানবতার কথা বলে তাদের আশ্রয়ে নেতানিয়াহুরা গাজায় গণহত্যা চালাচ্ছে—এ ধরনের ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দ নীরব থাকলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয়, মহানগরী ও আঞ্চলিক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ হাজার-হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিল বের হয়ে বিজয়নগর-কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইসরায়েলের হামলার বিরুদ্ধে এককূট আবেদন ও নিন্দা জানিয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত