ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সিটি ব্যাংককে দুই আন্তর্জাতিক ব্যাংক দিচ্ছে ৭.৫ কোটি ডলার ঋণ

মোবারক হোসেন
মোবারক হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ০২ ১৮:৫৪:৩১

সিটি ব্যাংককে দুই আন্তর্জাতিক ব্যাংক দিচ্ছে ৭.৫ কোটি ডলার ঋণ

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান সিটি ব্যাংক দুটি আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকের কাছ থেকে মোট ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঋণ পাচ্ছে। এই ঋণের মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) দেবে ৫ কোটি ডলার (৫০ মিলিয়ন) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) দেবে ২ কোটি ৫০ লাখ ডলার (২৫ মিলিয়ন)।

ঋণের অর্থ দেশের বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি এবং ডিজিটাল কার্যক্রমে ব্যবহৃত হবে। এই উদ্যোগ বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে এবং দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ঋণ সহায়তা পেতে সিটি ব্যাংক দুই আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তিতে সই করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, এআইআইবির ডিরেক্টর জেনারেল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড ফান্ডস ক্লায়েন্টস, গ্লোবাল গ্রেগরি লিউ এবং এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও সিওও রোমান সেরভ ও ডিরেক্টর জেনারেল বিন হান।

এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী। বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়া এআইআইবি’র এটি প্রথম অন-লেন্ডিং সুবিধা।

সিটি ব্যাংকের জন্য এই ঋণ দেশের বেসরকারি খাতের মূলধন বিনিয়োগকে আরও গতিশীল করবে। দীর্ঘমেয়াদি অবকাঠামো ঋণ দেওয়ার সুযোগ তৈরি করবে এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এআইআইবি ও এনডিবির সঙ্গে এই দীর্ঘমেয়াদি অর্থায়ন অংশীদারিত্ব আমাদের প্রতি তাদের আস্থার প্রতিফলন। এটি নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগকে ত্বরান্বিত করবে, যা দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “এই অর্থায়ন সহযোগিতা আন্তর্জাতিক উন্নয়ন ব্যাংকগুলোর অব্যাহত প্রচেষ্টাকে সামনে নিয়ে যাচ্ছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে টেকসই ও স্থিতিশীল অবকাঠামো ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা কাজ করছি, এবং সিটি ব্যাংকের অংশীদারিত্ব এই প্রচেষ্টাকে শক্তিশালী করবে।”

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত