ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ফলোয়ার ছাড়াই ফেসবুক থেকে আয় করবেন যে উপায়ে

২০২৫ অক্টোবর ০২ ১৭:০৫:১৬

ফলোয়ার ছাড়াই ফেসবুক থেকে আয় করবেন যে উপায়ে

প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ সুযোগ। এতদিন মনিটাইজেশন সুবিধা নিতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হতো। এবার সেই প্রক্রিয়া সহজ হয়েছে এমনকি ফলোয়ার না থাকলেও নতুনরা আয়ের সুযোগ পাবেন। তবে শর্ত একটাই আবেদনকারীর অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সক্রিয় উপস্থিতি থাকতে হবে।

ফেসবুক জানিয়েছে, নতুন নির্মাতাদের শুরুটা প্রায়শই কঠিন হয়ে পড়ে। তাই যারা ইউটিউব, টিকটক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভিডিও তৈরি করেন, তারা সরাসরি ফেসবুকে মনিটাইজেশনের আবেদন করতে পারবেন। এজন্য কনটেন্ট নির্মাতাকে তার সক্রিয় প্রোফাইল বা চ্যানেলের লিংক জমা দিতে হবে।

আবেদনের ধাপগুলো সহজ:

প্রথমে অন্য সোশ্যাল মিডিয়ার (যেমন ইউটিউব বা টিকটক) লিংক কপি করতে হবে। এরপর ফেসবুকে প্রোফাইল বা পেজ থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। সেখানে Monetization → I’m interested অপশন বেছে নিয়ে নির্ধারিত ফর্মে তথ্য ও লিংক জমা দিলেই আবেদন সম্পন্ন হবে।

এরপর ফেসবুক আবেদনটি রিভিউ করবে। প্রক্রিয়াটি কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময় নিতে পারে। অনুমোদন পেলে ফলোয়ার সংখ্যা কম হলেও মনিটাইজেশনের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ নতুন প্রোফাইল বা পেজ থেকেও আয়ের পথ খুলবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন কনটেন্ট নির্মাতাদের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য মনিটাইজেশন পাওয়ার নিয়মকানুন আগের তুলনায় আরও সহজ করা হয়েছে। নিয়মিত ও মানসম্পন্ন ভিডিও তৈরি করলেই অনুমোদনের সম্ভাবনা বাড়বে।

ফলে যারা ভিডিও নির্মাণে আগ্রহী এবং ইতিমধ্যেই অন্য কোনো প্ল্যাটফর্মে সক্রিয়, তারা চাইলে ফেসবুকের নতুন সুবিধা ব্যবহার করে মাসে উল্লেখযোগ্য আয়ের সুযোগ নিতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত