ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ঢাকা ফাঁকা, রিকশা-অটোর দাপট সড়কে

২০২৫ অক্টোবর ০২ ১৬:৪৮:৩৪

ঢাকা ফাঁকা, রিকশা-অটোর দাপট সড়কে

ইনজামামুল হক পার্থ: ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে যানবাহনের অপেক্ষায় ফাবিয়া ইসলাম। গন্তব্য বাংলা মোটর। কিন্তু চেনা কোনো বাসের দেখা নেই, আর সিএনজিচালিত অটোরিকশাগুলো চাচ্ছে অতিরিক্ত ভাড়া। তাই নিরুপায় হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় চেপে বসেন তিনি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টায় তার সঙ্গে কথা হয়। ফবিয়া বলেন, “আজকের ঢাকা একেবারে বদলে গেছে। রাস্তায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাই বেশি দেখা যাচ্ছে। যাত্রী কম, কিন্তু ভাড়া হাঁকা হচ্ছে প্রচণ্ড। তাই বাধ্য হয়ে রিকশা ধরেছি।”

সরেজমিন ঘুরে দেখা গেছে, স্বাভাবিক দিনের তুলনায় আজ ঢাকার সড়কে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক কম। বিশেষ করে মূল সড়কে যানবাহনের চাপ নেই বললেই চলে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া যাত্রীরা। তবে মেট্রোরেলে ছিল কিছুটা যাত্রীর চাপ।

মূল সড়কে চোখে পড়েছে প্যাডলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার বাড়তি উপস্থিতি। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এই বাহনগুলোকেই বেশি ভরসা করছেন নগরবাসী।

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা যেন রূপ নিয়েছে এক অবসরপ্রাপ্ত শহরে। প্রতিদিনকার যানজটময় সড়কগুলো ছিল ব্যতিক্রমভাবে ফাঁকা।

ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) থেকে শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি থাকায় রাস্তায় যানবাহনের চাপ কমেছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, “পূজা ও সাপ্তাহিক ছুটির প্রভাবে আজ সড়কে চাপ নেই। যানবাহনের সংখ্যা কম, সিগন্যালগুলো স্বাভাবিকভাবে মেইনটেইন করা যাচ্ছে।”

রিকশার চলাচল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রিকশাগুলো থামাচ্ছি না, তা নয়। বেশ কিছু ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে রাস্তা ফাঁকা থাকায় অনেকেই গলি থেকে হুট করে মূল সড়কে ঢুকে পড়ছে।”

মতিঝিল থেকে মিরপুরে আসা যাত্রী আরিয়ান সানি জানান, “সাধারণত এই রুটে যেতে সোয়া ঘণ্টার মতো সময় লাগে, আজ পৌঁছে গেছি মাত্র ২০ মিনিটে। সিট খালি, যাত্রীও কম।”

কচুক্ষেত এলাকায় রিকশাচালক আলাল উদ্দিন বলেন, “আজ ভালো ভাড়া পাচ্ছি। দূরের যাত্রীও তুলছি। রাস্তা ফাঁকা, তাই গলি দিয়ে কৌশলে সিগন্যাল পার হচ্ছি, সমস্যা হচ্ছে না।”

উড়োজাহাজ ক্রসিং এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, “আজ সড়কে রিকশার সংখ্যাই বেশি। আটকানো কঠিন। সবদিক থেকেই ঢুকছে।”

তবে বিকেলের দিকে দুর্গা বিসর্জন উপলক্ষে মানুষের উপস্থিতি ও যানবাহনের সংখ্যা বাড়তে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে বিনোদনকেন্দ্রগুলোর দিকে মানুষের চলাচল বেড়েছে। যাতায়াতে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত