ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে: শামসুজ্জামান দুদু

২০২৫ অক্টোবর ০১ ২৩:০০:২৩

নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিশ্বাস করেন যে, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হলে দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

বুধবার (১ অক্টোবর) রংপুরের সৈয়দপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদুবলেন, জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং নির্বাচনী প্রচারণায় অন্যান্য দলের চেয়ে তারা কিছুটা এগিয়ে আছে। তাই তারা নির্বাচনে যাবে না, এটা বলা ঠিক হবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। তিনি বিএনপির রাজনীতিকে 'আমরা সবাই বাঙালি, বাংলাদেশ জাতীয়তাবাদী' উল্লেখ করে বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই বাংলাদেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনীতি প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছেন। গত ১৬-১৭ বছর ধরে তারেক রহমান এই রাজনীতি ধারণ করে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।

শামসুজ্জামান দুদু স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে জীবন দেওয়া সকল শহীদকে স্মরণ করেন এবং তাদের জন্য দোয়া করেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশে গণতন্ত্র যাতে ফিরে না আসে তার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। তিনি গণতন্ত্রের জন্য আন্দোলনকারী ও শহীদ হওয়া সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, "আগামী দিন সহজ হবে না। স্বৈরাচারীর পতন হয়েছে বলে ঘরে বসে থাকলে হবে না। ঘরে ঘরে যেতে হবে, কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী অন্যান্য রাজনৈতিক দল বা গোষ্ঠী কাজ করছে। তারা একটা বিভ্রান্তি ছড়াতেও পারে।" এই বিভ্রান্তি রুখে দেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদী সরকার গঠন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপ কর্মকর্তাদের উদ্দেশ্যে দুদু বলেন, যেকোনো সময় কোনো ঘটনা ঘটলে সাথে সাথে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনকে জানাতে। তিনি জানান, প্রশাসন ও বিএনপি দেশের শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস রুখার জন্য ঐক্যবদ্ধ আছে।

গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, "বিচার ছাড়া গণহত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।" পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যারা পিআর চাইছে তারা নির্বাচন করে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা পিআর প্রতিষ্ঠা করবে। পিআর তো বিএনপির দায়িত্বে বা কাঁধে নয়। আমরা ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করব।"

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত