ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

শাপলা না পেলে নির্বাচনে যাবে না এনসিপি

২০২৫ অক্টোবর ০১ ১৯:২১:২৬

শাপলা না পেলে নির্বাচনে যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল থাকলে তাদের প্রতি অনাস্থা জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না। তারপরও কমিশন আমাদের প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করেছে। মনে হচ্ছে কোনো মহলের চাপেই কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে। যদি ইসি তাদের অবস্থান বহাল রাখে, আমরা তাদের অধীনে নির্বাচনে যেতে অনাস্থা প্রকাশ করব।”

তিনি আরও বলেন, “আমাদের দল মাত্র এক বছর আগে যাত্রা শুরু করলেও, এখনই আমাদের প্রতীক নিয়ে বড় গোষ্ঠীর অস্বস্তি দেখা যাচ্ছে। এই প্রতীক যেন অনেকের ঘুম কেড়ে নিয়েছে।”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমাদের রাজপথে নামতে হয়েছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে। যদি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তাকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না।”

তিনি কড়া ভাষায় বলেন, “বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার বিষয়ে আপোষহীন। যারা আজ সুবিধাভোগী, তারা ভুলে যেতে পারে, কিন্তু যে মা তার সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরেছে, তিনি কোনোদিন ভুলবেন না আমরাও না। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। এ দলকে নিষিদ্ধ করতে হবে এটাই একমাত্র পথ।”

উল্লেখ্য, সারজিস আলম সোমবার থেকে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছেন। বুধবার বিকেলে তিনি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নিজ উপজেলা আটোয়ারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। এসময় এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত