ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
শাপলা না পেলে নির্বাচনে যাবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত বহাল থাকলে তাদের প্রতি অনাস্থা জানাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (১ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনগত বাধা ছিল না। তারপরও কমিশন আমাদের প্রতীক না দিয়ে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করেছে। মনে হচ্ছে কোনো মহলের চাপেই কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে। যদি ইসি তাদের অবস্থান বহাল রাখে, আমরা তাদের অধীনে নির্বাচনে যেতে অনাস্থা প্রকাশ করব।”
তিনি আরও বলেন, “আমাদের দল মাত্র এক বছর আগে যাত্রা শুরু করলেও, এখনই আমাদের প্রতীক নিয়ে বড় গোষ্ঠীর অস্বস্তি দেখা যাচ্ছে। এই প্রতীক যেন অনেকের ঘুম কেড়ে নিয়েছে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমাদের রাজপথে নামতে হয়েছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে। যদি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে কোনো বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তাকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, তবে ছেড়ে দেবে না।”
তিনি কড়া ভাষায় বলেন, “বাংলাদেশের মানুষ খুনি শেখ হাসিনার বিষয়ে আপোষহীন। যারা আজ সুবিধাভোগী, তারা ভুলে যেতে পারে, কিন্তু যে মা তার সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরেছে, তিনি কোনোদিন ভুলবেন না আমরাও না। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না। এ দলকে নিষিদ্ধ করতে হবে এটাই একমাত্র পথ।”
উল্লেখ্য, সারজিস আলম সোমবার থেকে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করছেন। বুধবার বিকেলে তিনি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নিজ উপজেলা আটোয়ারীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। এসময় এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল