ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের

২০২৫ অক্টোবর ০১ ১৬:১৬:১৯

হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেছেন, আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে তাদের ধর্ম পালন করে আসছে। এটি আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সুন্দর প্রকাশ।

বুধবার (১ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।

তারেক রহমান বলেন, শরতে দেশের চারিদিকে কাশফুল ফুটে উঠে, শীতের আগমনের আভাস দেয় এবং উৎসবের বার্তা নিয়ে আসে। উৎসব হচ্ছে অন্ধকার থেকে আলোর উদ্ভাসন। এই সময়ে আমাদের বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ়ভাবে প্রকাশ পায়।

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্র সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। ধর্ম, দল বা বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার সুরক্ষিত। পবিত্র হাদিসেও বলা হয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অসম্মতিতে সম্পদ বাজেয়াপ্ত করে, কেয়ামতের দিনে নবী (সা.) সেই ব্যক্তির বিরুদ্ধে লড়বেন।

তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রত্যেকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। যারা উৎপীড়ণ ও প্রতিহিংসার মাধ্যমে সমাজ ও মানব সভ্যতা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করা ন্যায্য।

একই সঙ্গে শারদীয় উৎসবের সময় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা করতে পারবে না—এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার বিশেষ আহবান।

তিনি বলেন, আমি এই আনন্দময় দুর্গাপূজার উৎসবে হিন্দু সম্প্রদায় এবং ধর্ম-বর্ণ-নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে আবারও আমার এবং আমাদের দল অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল-বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত