ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা: বিসর্জনের সময় সতর্ক থাকবে কোস্টগার্ড

২০২৫ অক্টোবর ০১ ১৪:১৩:০৯

দুর্গাপূজা: বিসর্জনের সময় সতর্ক থাকবে কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, শারদীয় দুর্গাপূজা একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল দায়িত্ব হলো উৎসবকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা।

বুধবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি জানান, সবাই যেন নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, তা আমাদের দায়িত্ব। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা এই দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন, তাই আমাদের নিয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নজরদারি আরও তৎপরভাবে করা হচ্ছে। বিসর্জনের সময় মানুষ যেন নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়, সেই বিষয়েও আমরা খেয়াল রাখছি। দুর্ঘটনা ঘটলেও বোট টিম ও ডুবুরি দল দ্রুত প্রতিক্রিয়া দেখাবে।

কোস্ট গার্ড প্রধান স্থানীয়দের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উৎসব উদযাপনে যে দায়িত্বশীলতা প্রদর্শিত হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আশা করি, আগামীকাল পর্যন্ত এই পূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত