ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

শহিদুল আলম যোগ দিলেন গাজা ফ্লোটিলায়

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৭:৫৪:০১

শহিদুল আলম যোগ দিলেন গাজা ফ্লোটিলায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলায় যোগ দিয়ে গাজার ওপর ইসরায়েলের দীর্ঘদিনের একতরফা অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি ইতালির ওট্রান্টো থেকে ফ্লোটিলার বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এ যোগ দেন।

শহিদুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি মিডিয়া ফ্লোটিলার উদ্দেশ্য ও গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেছিলেন। তিনি বলেন, “২০০৭ সাল থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজায় মানুষ নির্বিচারে হত্যা ও দুর্ভিক্ষের শিকার হচ্ছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমে উপেক্ষিত হচ্ছে। এই উপেক্ষা ভাঙার জন্য মিডিয়া ফ্লোটিলা আয়োজন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের সব মানুষের ভালোবাসা নিয়ে এই যাত্রায় অংশ নিচ্ছি। যদি আমরা ব্যর্থ হই, মানবজাতিই পরাজিত হবে। যাওয়ার পর আমি প্রতিদিন তথ্য ও ছবি পাঠানোর চেষ্টা করব। জানি, এটি প্রথমবার বাংলাদেশ থেকে কেউ অংশ নিচ্ছে।”

শহিদুল আলম যোগ করেন, “সারা পৃথিবীর জনগণ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এত বড় গণহত্যায় কিছুই করতে পারছে না। এই ফ্লোটিলা মানবতার পক্ষের প্রতিরোধের অংশ। বিপদ ও অনিশ্চয়তা থাকলেও আমরা অংশ নিচ্ছি।”

ফ্লোটিলার নিরাপত্তা দিচ্ছে ইউরোপের স্পেন ও ইতালি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত