ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

“যেকোনো সময় প্রত্যাহার হতে পারে আ.লীগের স্থগিতাদেশ”

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৪:৫৩:১৬

“যেকোনো সময় প্রত্যাহার হতে পারে আ.লীগের স্থগিতাদেশ”

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সময় একটি সাক্ষাৎকারে জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তিনি বলছেন, এটি স্থায়ী নয় এবং প্রয়োজনে যেকোনো সময় পুনঃস্থাপন করা যেতে পারে।

ড. ইউনূস সাক্ষাৎকারে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুদের নিরাপত্তা, রোহিঙ্গা ইস্যু এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলটি আইনগতভাবে এখনও বৈধ এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলার সম্ভাব্য উৎস হতে পারে। তাই সাময়িকভাবে দলটিকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে। ড. ইউনূস নিশ্চিত করেন, দলের সমর্থকরা ভোটার হিসেবে ভোট দিতে পারবেন এবং কোনো ধরনের ভোটাধিকার হরণ করা হচ্ছে না।

ড. ইউনূস অভিযোগ করেন, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপক প্রাণহানি ঘটেছে, যার জন্য আওয়ামী লীগ কোনো অনুশোচনা প্রকাশ করেনি। জাতিসংঘের প্রতিবেদনের মতে, ওই আন্দোলনের সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিল। তিনি বলেন, এসব কারণেই দলটির রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত ন্যায্য।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্নে ড. ইউনূস বলেন, দেশে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিক সম্পর্ক রয়েছে। কখনো পারিবারিক বা স্থানীয় বিরোধ হয়, তবে পরিকল্পিত বা কাঠামোগত হিন্দু-বিরোধী সহিংসতা চলছে, এমনটা বলা ভুল। তিনি ভারতীয় মিডিয়ায় এই ধরনের ভুয়া খবর প্রচারের অভিযোগও তুলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ছাড়া সকল দেশের জন্য বৈধ’ বাক্যটি পুনঃস্থাপন জনগণের ইচ্ছার প্রতিফলন। গাজায় চলমান সহিংসতা নিয়ে তিনি বলেন, এটি গণহত্যা এবং বিশ্ববাসী তা দেখছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেই।

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, তিনি রাজনৈতিক দল নিয়ে মন্তব্য করতে চাইছেন না। এনসিপি সমালোচনা পাচ্ছে, তবে তিনি নিশ্চিত করেন, নিজের অবস্থান থেকে তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কথা বলছেন না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত