ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ঢাবির হলে মাদ’কসহ আটক চার

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৪:৩৫:২২

ঢাবির হলে মাদ’কসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হলের একটি কক্ষ থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের দুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আর বাকী দুজন বহিরাগত।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ওই রুমে যাই। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে তারা মাকদ্রব্যের বিষয়টি স্বীকার করে। ওই রুমে মোট চারজন ছিলো এবং দুই জন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বাকি দু'জন বহিরাগত ছিলো। পরবর্তীতে, আমরা বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিই।

এ বিষয়ে কার্জন হল এলাকায় দায়িত্বরত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। পরবর্তীতে, অপরাধ স্বীকার করে পরবর্তীতে আর এমন কাজে জড়াবে না মর্মে মুচলেকা গ্রহণ করে তাদের ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত