ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফ নির্বাহীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে অনুষ্ঠিত এক উচ্চপর্যায় বৈঠকে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে আলোচনা করেছেন। সাক্ষাৎটি সোমবার (২৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) একটি হোটেলে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।
সাক্ষাতের সময় আলোচনার মূল ফোকাস ছিল বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গা শরণার্থীর মানবিক সহায়তা এবং বিশেষ করে শিশুদের শিক্ষা কার্যক্রমে তহবিলের তীব্র ঘাটতি। অধ্যাপক ইউনূস বলেন, ‘শিবিরে স্কুল বন্ধ হওয়ার কারণে হাজার হাজার রোহিঙ্গা শিক্ষক কাজ হারাচ্ছেন। এটি শিক্ষার জন্য এক ভয়াবহ সংকট তৈরি করছে।’
ইউনিসেফের নির্বাহী পরিচালক রাসেল বিশ্বব্যাপী তহবিল হ্রাসের প্রভাবের কথা তুলে ধরেন। তিনি জানান, কিছু উদার ইউরোপীয় দেশও তাদের মানবিক অবদান কমাচ্ছে, যা রোহিঙ্গা শিশুদের শিক্ষার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
ড. ইউনূস আরও বলেন, ‘শিশুদের জন্য শিক্ষার মান বজায় রাখা অতীব জরুরি। নইলে রাগান্বিত তরুণ প্রজন্মের জন্ম হতে পারে, যা অপ্রত্যাশিত ফলাফল ডেকে আনতে পারে।’ তিনি বাংলাদেশ সরকারের প্রতি রোহিঙ্গা যুবকদের দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম চালুর আহ্বান জানান, যাতে তারা পরবর্তী সময়ে স্বদেশে ফিরে এই দক্ষতাগুলি কাজে লাগাতে পারে।
সভায় উপস্থিত ছিলেন ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান, এনসিপির সিনিয়র নেতা তাসনিম জারা এবং এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ। টেড চাইবান কক্সবাজারের শিবিরগুলিতে শিক্ষার ইতিবাচক প্রভাব এবং শিশুদের শিক্ষার স্তরের উল্লেখযোগ্য উন্নতি তুলে ধরেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)