ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
'সরকারের চেয়ে এগিয়ে কোম্পানিগুলো, অর্থ পাচার সহজ হচ্ছে'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কোম্পানিগুলো সরকারের চেয়েও 'স্মার্ট' হওয়ায় ব্যাপক অর্থ পাচার করতে সক্ষম হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে 'করপোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "কোম্পানিগুলোতে যে কত ধরনের তেলেসমাতি হয়! আমি এখন টের পাই কী যে হচ্ছে না হচ্ছে। কোম্পানিগুলো সরকারের চেয়ে স্মার্ট। এ কারণেই তারা এত অর্থ পাচার করতে পেরেছে।" তিনি উল্লেখ করেন যে অর্থ পাচারকারীরা কেবল টাকা পাঠায় না, বরং 'লেয়ারিং' বা স্তরবিন্যাসের মাধ্যমে টাকা পাচার করে, যা ট্র্যাক করা কঠিন।
অর্থ উপদেষ্টা নিরীক্ষকদের প্রতি আহ্বান জানান যেন তারা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে অর্থের উৎস ও সৃষ্টি প্রক্রিয়াও যাচাই করেন। তিনি কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, যারা সরকারের ভাবমূর্তি দুর্বল করে বা 'ফ্যাসিস্ট শক্তিকে' প্রভাবিত করে এমন খবর পরিবেশন করে। তার মতে, সাংবাদিকদের উচিত দায়িত্বশীল, গঠনমূলক ও তথ্যভিত্তিক রিপোর্টিংয়ে মনোযোগী হওয়া।
সেমিনারে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের পরামর্শের প্রশংসা করে বলেন, বাজেট প্রণয়নে তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত বছর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চাপে সরকার যখন বাজেট সংকোচনমূলক করার সিদ্ধান্ত নেয়, তখন বিশ্লেষকদের পরামর্শই তাদের সঠিক পথ দেখিয়েছিল।
এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া করপোরেট সেক্টরে আর্থিক স্বচ্ছতা আনার ওপর জোর দেন এবং নিরীক্ষা প্রতিবেদনকে এর প্রথম দলিল হিসেবে উল্লেখ করেন। ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় এই সেমিনারে আরও বক্তব্য রাখেন আইসিএবি সভাপতি এন কে এ মবিন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান