ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
এশিয়া কাপ: কাল্পনিক ট্রফি নিয়েই ভারতের জয় উদযাপন
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হওয়া চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি ভারত ৫ উইকেটে জিতে শিরোপা অর্জন করলেও, মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নাটকীয়তা।
ম্যাচ শেষে পরিকল্পনামাফিক পাকিস্তানের কোনো খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাননি ভারতের দুই অপরাজিত ব্যাটার রিংকু সিং ও তিলক ভার্মা। ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায়। পরিবর্তে, তারা এমিরেটস বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনির হাতে ট্রফি দেওয়ার অনুরোধ করে, যা এসিসি কর্তারা আলোচনার পর প্রত্যাখ্যান করেন।
মহসিন নকভি মাঠে অপেক্ষা করলেও, ভারত অধিনায়ক পুরস্কার নিতে যাননি। অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল জানান, পাকিস্তানের ক্রিকেটারদের পদক দেবেন নকভি। কিন্তু এর বদলে সালমান আলি আগারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে পদক গ্রহণ করেন।
ভারত পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত জানালে সঞ্চালক সাইমন ডুল বলেন, "আমাকে এসিসি থেকে জানানো হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল পুরষ্কার গ্রহণ করবে না। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখানেই শেষ।" এরপর নকভিসহ এসিসির সকল কর্তা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেলে ভারতীয় দল মঞ্চে এসে সেলফি তুলে এবং দলের সকল সদস্য ও কোচিং স্টাফেরা ফটো সেশনে যোগ দেন।
এ সময় খালি হাতেই ভারতকে উদযাপন করতে দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার ট্রফি নিতে যাওয়ার ভঙ্গি নকল করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কাল্পনিক ট্রফি নিয়েই ভারতের জয় উদযাপন করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া অভিযোগ করে বলেন, "যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, তাই আমরা এমন কারও কাছ থেকে পুরস্কার নেব না, যিনি পাকিস্তানের মন্ত্রী। নীতিগত ভাবে এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছিলাম। তার মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। আশা করছি ভদ্রলোক দ্রুত ট্রফি ও মেডেল ভারতে ফেরত দেবেন।"
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে সূর্যকুমার যাদব বলেন, "চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।"
অন্যদিকে, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা তার প্রতিক্রিয়ায় বলেন, "ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, পুরো ক্রিকেটকে অসম্মান করেছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি