ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
বিপ্লবী ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: দ্রুত ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন, নতুন সংবিধান ও বিজ্ঞানভিত্তিক ইসলামী শিক্ষানীতির দাবি জানিয়ে সোমবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’।
এ উপলক্ষ্যে সোমবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব নাজির মাহমুদ।
মাহফিলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বক্তৃতা করেন। তিনি বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরেন।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক বলেন, ভারত তার একান্ত তাবেদার আওয়ামী লীগকে ব্যবহার করে বারবার বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চাপিয়ে দিয়েছে। এর ধারাবাহিকতায় ২০০৯ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা পাপাচারী স্বৈরাচারী দুঃশাসন চাপিয়ে দেন। এ সময় পিলখানায় সেনা কর্মকর্তাদের ম্যাসাকার, শাপলা চত্বরে গণহত্যা, ভারত বিরোধী নেতাদের ফাঁসি, তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণ ও সর্বশেষ জুলাই গণহত্যা ঘটিয়ে দুই হাজার ছাত্রজনতাকে হত্যা করা হয়।
তিনি বলেন, জুলাই গণহত্যা ঘটিয়ে শেখা হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে ১৯৪৭ সালের মানচিত্রের ওপর থেকে ভারতীয় প্রভাবের অবসান ঘটেছে। এরপর বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার ভারতের চাপিয়ে দেওয়া বাহাত্তরের ইসলাম ও গণবিরোধী সংবিধান বাতিল করেনি। এ অবস্থায় রিপাবলিক পুনর্গঠন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা মোকাবিলা করতেই মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করা হয়েছে।
আবদুল ওয়াহেদ বলেন, বিপ্লবী ছাত্র পরিষদ চব্বিশ ও একাত্তরকে ধারণ করে ১৯৪৭ সালের রিপাবলিকের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে। কুরআন-সুন্নাহ-বিজ্ঞান ভিত্তিক রিপাবলিকের মাধ্যমে আমরা হারিয়ে যাওয়া বাংলা সালতানাত পুনঃপ্রতিষ্ঠার জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। এর অংশ হিসেবে আমরা দ্রুত ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন, নতুন সংবিধান ও বিজ্ঞানভিত্তিক ইসলামী শিক্ষানীতির দাবি জানাই।
মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন ও যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মন্ডল, সদস্য সচিব মোঃ জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফখানপ্রমুখ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে