ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে: শামসুজ্জামান দুদু
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
শামসুজ্জামান দুদু আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে নষ্টের মূল শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের সময়ে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানুষের যে প্রত্যাশা ছিল, তা সীমাহীন ছিল। তবে ১৯৭২ সালে ক্ষমতায় আসার পর ১৯৭৩ সালের নির্বাচন ছিল সর্বকালের সেরা লুটপাটের নির্বাচন। উদাহরণস্বরূপ, দাউদকান্দির খন্দকার মোস্তাক হারা সত্ত্বেও ঢাকায় ব্যালট বক্স আনা হয় এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সরাসরি কোনো সম্পর্ক ছিল না। পাকিস্তানে থাকা অবস্থায় তিনি কিছু অভিযোগ অনুযায়ী আত্মসমর্পণ করেছিলেন বা পালিয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের কমান্ডাররা কখনও পালায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, রণাঙ্গনে লড়াই করেন এবং পরবর্তীতে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার জন্য কাজ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও দীর্ঘ ৯ বছর সংগ্রামের পর দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
দুদু আরও মন্তব্য করেন, বর্তমান রাজনৈতিক দলগুলো জাতির কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে, তার অনেকাংশই ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে ছিল। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তাদের যোগ ছিল এবং তারা বাঙালির উপর নির্যাতন চালিয়েছে। আগে তারা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুক, তারপরে দেখা যাবে তারা কি করতে পারবে।
তিনি শেখ পরিবারকে গণতন্ত্র হত্যার পরিবার এবং জিয়া পরিবারকে গণতন্ত্রের স্বপক্ষের পরিবার হিসেবে উল্লেখ করে বলেন, জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আর কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমেই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ওলামা দলের ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রফিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ আরও প্রমুখ বক্তব্য দেন। সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার