ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

কর্মচারীদের বিক্ষোভে উত্তপ্ত সচিবালয়

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:১০:১৬

কর্মচারীদের বিক্ষোভে উত্তপ্ত সচিবালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি উদাসীনতা ও প্রতিবন্ধকতার অভিযোগ তুলে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ে কর্মরত কর্মীরা। অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে তারা রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে জড়ো হয়ে তারা স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা অভিযোগ করেন, তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি বাস্তবায়নে অর্থ বিভাগের সচিব বারবার বাধা সৃষ্টি করছেন। শুধু তিনিই নন, আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনে তাদেরও অপসারণ দাবি করা হয়।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বহুদিন ধরে আমাদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরছি, কিন্তু কিছু কর্মকর্তার কারণে তা বারবার উপেক্ষিত হচ্ছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হচ্ছে।”

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণ, নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন, এবং দশম থেকে বিংশ গ্রেডের পদে কর্মরত কর্মচারীদের পদের নাম পরিবর্তন।

তিনি আরও বলেন, “আমরা চাই, সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হোক। এভাবে বারবার আন্দোলন করতে চাই না, কিন্তু উপায় থাকছে না।”

এর আগে গত জুন মাসেও ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা আন্দোলনে নামেন কর্মচারীরা। পরে সরকার ওই অধ্যাদেশে আংশিক সংশোধনী আনে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত