ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

লালবাগে হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৩:৫০:৫৬

লালবাগে হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে অভিযান শুরু হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এটি চলমান রয়েছে।

ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষে থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গুলশানার মাসুদা টাওয়ার নামের ওই ভবনে পাওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। তবে ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। এর পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত