ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচন ‘সাজানো ভোট’, জাতীয় নির্বাচনে আস্থাহীনতার আশঙ্কা: পাপিয়া

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৩:৩২:১০

ডাকসু নির্বাচন ‘সাজানো ভোট’, জাতীয় নির্বাচনে আস্থাহীনতার আশঙ্কা: পাপিয়া

নিজস্ব প্রতিবেদক :বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডাকসু নির্বাচনকে ‘সাজানো ভোট’ আখ্যা দিতে হয়। তিনি সতর্ক করেছেন, এ ধরনের অনিয়মের কারণে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারবে না। সম্প্রতি একটি টক শোতে তিনি এ মন্তব্য করেন।

পাপিয়া বলেন, “আলফালাহ প্রিন্টিং প্রেস থেকে যদি ব্যালট ছাপানো হয়, বিজি প্রেস ছাড়া, এই ব্যালট কি আপনি আস্থা দিতে পারবেন? কোনোটা নাম্বার আছে, কোনোটা নেই। ছবি ছাড়া ভোটার লিস্ট কিভাবে হবে? আপনার ভোট আমি দিয়ে আসলে কে দেখবে? তো এগুলোই ঘটেছে। ইউনূস সরকারের প্রথম ভোট তো পরিকল্পিত, নির্দিষ্ট রেজাল্ট শিট বানানোর জন্য সাজানো একটি ঘটনা।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনে জনগণ কীভাবে আস্থা রাখবে? প্রথমেই তারা অনিয়ম করেছে, ভুল করেছে। পাতানো খেলায় দেশবাসী হতবিহ্বল। সবাই সুস্থ নির্বাচন চাই, কিন্তু যারা ১৪-২০ হাজার বা ৫০ হাজার শিক্ষার্থীর ভোট নিরপেক্ষভাবে করতে পারে না, তারা কোটি কোটি মানুষের জাতীয় নির্বাচন কীভাবে পরিচালনা করবে? আমি হতাশ।”

জামায়াত-শিবির প্রসঙ্গে পাপিয়া অভিযোগ করেন, “এদের সংগঠনে টিকে থাকতে হলে সবকিছুর সঙ্গে জড়িত থাকতে হয়। এরা কুমনবৃত্তি ছড়ায়, কু-প্রলোভন দিয়ে মানুষকে প্রভাবিত করে। বিপদের বন্ধু সেজে লেবাস ধরে এগোয়, উদ্দেশ্য সবার মধ্যে ইসলামী ছাত্রশিবির ছড়িয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, “এরা হিন্দুদের ফরম ফিলাপ করছে, যেন মনে হয় হিন্দু সমাজে আস্থাশীল জায়গা পেয়েছে। কিন্তু এগুলো সব ফেক। মানুষ শুধু বেঁচে থাকার জন্য এই ফরম পূরণ করেছে। এরা বলে সৎ শাসন চাই, কোরআনের আইন চাই। কোমলমতি শিক্ষার্থীদের প্রতারণা করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে যাচ্ছে। বিতর্ক, সংগীত—সব জায়গায় ঢুকে মানুষের চরিত্র ও নৈতিকতায় প্রভাব ফেলে।”

নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত