ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ঢাকার আকাশ মেঘলা, দুপুরে বৃষ্টির সম্ভাবনা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ০৯:৪৬:২৬

ঢাকার আকাশ মেঘলা, দুপুরে বৃষ্টির সম্ভাবনা

ডুয়া ডেস্ক: ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যেই বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় আবহাওয়ার পরিবর্তনের প্রাথমিক সংকেত পাওয়া গেছে।

আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা নির্দেশ করছে বাতাস যথেষ্ট স্যাঁতসেঁতে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ছাড়াও আগামী কয়েকদিনে দেশের প্রায় সব বিভাগে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফায়ার ফাইটারদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ফায়ার ফাইটারদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান... বিস্তারিত