ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ভাষাগত বাধা দূর করতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

২০২৫ সেপ্টেম্বর ২৮ ০১:৪০:৩৪

ভাষাগত বাধা দূর করতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি ফিচার, যা ব্যবহারকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করবে। এখন থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেকোনো বিদেশি ভাষার মেসেজ মুহূর্তেই অ্যাপের মধ্যেই অনুবাদ করতে পারবেন, যার ফলে গুগল ট্রান্সলেশন বা অন্য কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।

নতুন এই অনুবাদ ফিচারটি ব্যবহার করা অত্যন্ত সহজ। যদি কোনো ব্যবহারকারী অপরিচিত বা ভিন্ন ভাষার কোনো মেসেজের অর্থ বুঝতে না পারেন, তাহলে সেই মেসেজটির ওপর দীর্ঘক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে (লং প্রেস) হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ (Translate) অপশনটি দেখা যাবে। এই অপশনে চাপ দিলে ব্যবহারকারী তার পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। ভাষা সিলেক্ট করার সাথে সাথেই মেসেজটি নির্বাচিত ভাষায় অনুবাদ হয়ে যাবে।

বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী থাকায়, বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে প্রায়শই ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। অ্যাপটির এই নতুন ফিচার সেই সমস্যা অনেকটাই দূর করবে এবং এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও অনায়াসে বুঝতে পারবে। এর ফলে ভাষা জানা না থাকলেও যোগাযোগে আর কোনো জটিলতা থাকবে না।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন অনুবাদ ফিচারটি ধাপে ধাপে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ (আপডেট ভার্সন) ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই সুবিধা পাবেন। যদি কোনো ব্যবহারকারীর অ্যাপে এখনো এই ফিচারটি দেখা না যায়, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপটি হালনাগাদ (আপডেট) করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত