ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৭:৪৮:৪৩

দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি বলেন, দেশের সকল ধর্ম-বর্ণের মানুষকে একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে আমরা বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রাকে সফল করতে পারব।

ড. ইউনূস বলেন, ‘সকল অশুভ ও অন্যায়কে পরাজিত করে শুভ চেতনার জয় নিশ্চিত করতে হবে। এই পথে এগিয়ে গেলে বাংলাদেশ কল্যাণ ও সমৃদ্ধির দিকে অগ্রসর হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সৃষ্টিকর্তার কাছে আমরা এই প্রার্থনা করি।’

প্রধান উপদেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা হিন্দু ধর্মের প্রধান উৎসব, যা অশুভ শক্তির বিনাশ, সত্য ও সুন্দরের আরাধনা এবং ভক্তদের কল্যাণের প্রতীক।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলন অদ্বিতীয়। আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরকে বাংলাদেশি হিসেবে গ্রহণ করি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য বজায় রেখে এবারের দুর্গাপূজা সারা দেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে।

তিনি শান্তি, মৈত্রী ও সাম্যকে সকল ধর্মের মূল উপজীব্য হিসেবে উল্লেখ করে বলেন, ‘নিজ নিজ ধর্মের যথাযথ চর্চার পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ। এতে সমাজে শান্তির পরিবেশ গড়ে উঠবে।’

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত